যদিও উইন্ডোজ ফোন অ্যানড্রয়েডের মত এত জনপ্রিয়তা পায়নি, তবুও অনেকেই উইন্ডোজ ফোন কিনছেন একটু ভিন্নতার স্বাদ খোজার জন্য। এখন উইন্ডোজ ফোনের জন্য প্রচুর অ্যাপস পাবলিশ হচ্ছে। ফলে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আজকে আপনারদেরকে বলব কিভাবে মেমরী কার্ড থেকে অ্যাপস ইন্সটল করতে হয়।
আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ স্টোরে যান এবং যেকোন অ্যাপস ওপেন করে নিচের দিকে স্ক্রোল করুন। দেখবেন লেখা আছে “download and install app manually”.
আপনার পছন্দের অ্যাপস গুলো ডাউনলোড করে ফোন এর sd card এ নিয়ে নিন। এবার ফোনটি রিস্টার্ট দিয়ে ইন্টারনেট কানেকশন অন করুন। তারপর ফোন থেকে স্টোরে গিয়ে sd card সিলেক্ট করুন। এরপর সাপোর্টেট অ্যাপস গুলি দেখাবে। আপনি এখান থেকে ইন্সটল করে নিন। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ