ইনস্টলেশনের জন্য আমাদের কি কি দরকার ?
আমরা পিএইচপি দুইভাবে চালু করতে পারি-
অথবা,
ওয়েব হোস্টিং মাধ্যমেঃ
যদি আপনার ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট করার জন্য তৈরি থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না ।
শুধুমাত্র কিছু পিএইচপি ফাইল তৈরি করুন এবং ওয়েব ডিরেক্টোরিতে রাখুন । আপনার কাজ শেষ এখন যা কাজ করার আপনার সার্ভার ই করবে। আপনার সার্ভার আপনাকে সে নিজে নিজেই পিএইচপি কোড এক্সিকিউট(Execute) করবে এবং আপনাকে আউটপুট দিবে। এজন্য আপনাকে কোন অতিরিক্ত জিনিস ইন্সটল করতে হবে না ।
বর্তমানে প্রায় সব ওয়েব হোস্টিং গুলো পিএইচপি সাপোর্ট করে।
পিসিতে পিএইচপি সেট-আপ করাঃ
যদি আমরা ভালভাবে পিএইচপি শিখতে চাই তাহলে আমাদের সার্ভার এনভায়রনমেন্ট সম্পর্কে ভালো ধারনা থাকাটা খুবই দরকার । পিসিতে পিএইচপি সেট-আপ করার জন্য নিন্মের জিনিসগুলো ইন্সটল করতে হবে –
আমার মতে যারা নতুন তাদের জন্য ওয়েব সার্ভার হিসাবে এ্যাপাচি (Apache) খুব ভালো হবে।
উপরোক্ত সফটওয়ারগুলো সব ফ্রি পাওয়া যায়। শুধুমাত্র XAMPP নামের সফটওয়্যার ইন্সটল করলেই এই সবগুলো সফটওয়্যার ইন্সটল হয়ে যায়।
আপনারা এখান থেকে XAMPP ডাউনলোড করে ইনস্টল করুন ।
ইন্সটল করার পর স্টার্ট মেনুতে(Start Menu) গিয়ে xampp লিখে সার্চ করুন দেখুন XAMPP Control Panel নামে একটি আইকন দেখাচ্ছে অথবা ডেক্সটপে দেখুন xampp এর আইকন তৈরি হয়েছে অথবা যে ড্রাইভে ইনস্টল দিয়েছেন সেখানে গেলেই একটা XAMPP Control Panel নামে আইকন দেখতে পাবেন সেখানে ডাবল ক্লিক করে ওপেন করুন । তারপর Apache এবং MySql এর স্টার্ট (Start) বাটনে ক্লিক করুন ।
বিঃদ্রঃ যদি এ্যাপাচি চালু না হয় পোর্টের সমস্যা দেখায় তাহলে আপনার পিসিতে যদি স্কাইপ অথবা VMWare সফটওয়্যার ইন্সটল করা থাকে তাহলে স্কাইপ অথবা VMWare সফটওয়্যারটি Exit করুন।তারপর পুনরায় চেষ্টা করুন।
এবার আপনার ওয়েব ব্রাউজার ওপেন করে Address bar এ http://localhost এই এড্রেসটি লিখুন।দেখুন xampp এর একটি পেজ এসেছে।তার মানে আপনি আপনার পিসিতে সঠিকভাবে xampp অর্থ্যাৎ ওয়েবসার্ভার, পিএইচপি, মাইএসকিউএল ইন্সটল করতে পেরেছেন।
Xampp ডিরেক্টরির ভিতর htdocs নামের আরেকটি ডিরেক্টরি পাবেন সেখানে আপনি আপনার সব পিএইচপি ফাইলগুলো রাখতে পারবেন।
যারা লিনাক্স ব্যবহার করেন তাদের LAMP নামের সফটওয়্যার ইন্সটল করতে হবে ।উবুন্টু ব্যবহারকারীরা টার্মিনালে এই কমান্ডটি দিলেই LAMP ইন্সটল হয়ে যাবে-
sudo apt-get install lamp-server^
আর যারা ম্যাক (MAC) ব্যবহার করেন তাদের MAMP নামের সফটওয়্যার ইন্সটল করতে হবে অথবা পিএইচপি এবং মাইএসকিউএল ইন্সটলের জন্য হোমব্রু (Homebrew) ইন্সটল করতে হবে আর এ্যাপাচি বাই-ডিফল্ট ই ম্যাকে ইন্সটল করা থাকে ।