উইন্ডোজ এর ডিফল্ট ক্লিনার বা প্রসেসগুলো খুব একটা মানসম্মত নয়। তাই আমদের বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হয়। কিন্তু আমরা দ্বিধার মধ্যে পরে যাই যে কোনটি ব্যবহার করব। তাই আমি আজ আপনাদের সাথে আমার পছন্দের কিছু থার্ড পার্টি সফটওয়্যার এর পরিচয় তুলে ধরব।
আমি খুব হাল্কা কিন্তু কার্যকর কয়েকটি পিসি ক্লিনার এর সাথে পরিচয় করিয়ে দিব।
IObit অ্যাডভান্সড সিস্টেম কেয়ার ফ্রি (IObit Advanced System Care Free)
মূল্য: Free
ওয়েবসাইট: www.iobit.com
IObit অ্যাডভান্সড সিস্টেম কেয়ার বিনামূল্যে খুব নামি এবং কার্যকরী পিসি ক্লিনার। এর টার্বো বুসট অপশন প্রসেসরকে আরও ভালভাবে কাজ করার সুবিধা করে দেয়। এর
One-click Care button
নিমেষের মধ্যে আপনার পিসিকে করে তুলবে অনেক গতিশীল। এই সফটওয়্যার এর প্রধান টার্গেট হল আপনার পিসি কে গতিশীল করে তোলা।এই সফটওয়্যারটি মোটামুটিভাবে আপনার চাহিদা পুরন করতে সক্ষম।
*** 100 এর মধ্যে একে আমি 60 দিব. যাচাই করে দেখার অনুরোধ রইল।
Ccleaner
মূল্য: Free
ওয়েবসাইট: www.piriform.com
এর নাম আপনারা মোটামুটি সবাই জানেন।একে তাই নতুন করে পরিচয় করিয়ে দিব না। শুধু বলবো ফ্রীতে এর থেকে ভালো আর কিছু হয় না, খুবই ভালো এবং খুবই কার্যকরী। পিসি ক্লিন এবং রেজিস্ট্রি ক্লিন, দুইটাই সম্ভব এর মাধ্যমে।একটি আনইন্সটলার ও রয়েছে। এক এর মধ্যে সব আর কি। ব্যবহার করে দেখুন। নিরাশ হবেন না আশা করি।
*** একে আমি 100 এর মধ্যে 85 দিব।
Wise Care 365
মূল্যঃ ২২.৫০ ডলার
ওয়েবসাইটঃ www.wisecleaner.com/wisecare365.html
আমি এটা ব্যবহার করি।এক কথাই অসাধারণ।এতে আপনি যে সকল সুবিধা পাবেন, সেগুলো হলঃ
• All in One. এটাতেই ডিস্ক ক্লিনার, এটাতেই রেজিস্ট্রি ক্লিনার ছাড়াও আর নানা সুবিধা রয়েছে।
• অন্য যেকোনো ক্লিনার এর চেয়ে বেশি সমস্যা খুজে বের করতে পারে।
• সহজে ব্যবহার করা যায়।
• সবচে দ্রুত স্ক্যান করতে পারে।
• স্টার্ট আপ ম্যানেজার।
• ডিস্ক ডিফ্রাগ, রেজিস্ট্রি ডিফ্রাগ ইত্যাদি।
আরও রয়েছে বিভিন্ন থিম ব্যাবহারের সুবিধা।
*** একে আমি 100 এর মধ্যে 95 দিব।
ব্যবহার করে দেখবেন।
মতামত জানাতে ভুলবেন না।
সবসময় ভালো থাকুন, প্রযুক্তির সাথে থাকুন।
সামনে দেখা হবে নতুন কিছু নিয়ে।